গোয়ালনগর ইউনিয়নে অগনিত ছোট বড় অনেক খাল রয়েছে,উল্লেখ যোগ্য কয়েকটি খাল হচ্ছে,
১.কাটাকালির খাল।
২. খগেন্দ্র বাবুর খাল।
৩. লালুয়ারটুক বড় খাল।
৪. মাইজখোলার আরিয়াল খাল।
৫. ইন্দার বিল খাল।
৬. মজন খাল।
৭.কুড়ের খাল।
৮. মাছমা ইন্দু পাড়ার খাল। ইত্যাদি
কালের পরি বর্তনে আর অগনিত খাল প্রায় বিলুপ্তর পথে।
নদী
ইউনিয়নের পাশে প্রভাহিত মেঘনা নদী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস